ভোট শুরুর পূর্বে রবিবার মধ্যরাতে সদর উপজেলার ধর্মপুরের আমতলীতে সরকার দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের ককটেল বিস্ফোরণ ও পাল্টা-পাল্টি গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষে আওয়ামী লীগ প্রার্থীর একটি প্রাইভেটকারসহ দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গুলিবিদ্ধদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কেন্দ্র দখল, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সদর উপজেলার ধর্মপুর, বালিগাঁও ও ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থীরা দুপুরে নির্বাচন বর্জণের ঘোষনা দিয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যের উপস্থিতির পাশাপাশি কেন্দ্রের আশপাশে র্যাব ও বিজিবির টহল অব্যহত ছিল।
ফেনীতে সদর উপজেলায় দুটি, ফুলগাজী উপজেলায় ৬টি ও পরশুরাম উপজেলায় তিনটি ইউনিয়ন এবং ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলার ২টি ইউপির ২টি কেন্দ্রে সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৪