বগুড়ার আদমদিঘিতে আনুমানিক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার হালহালিয়া রেললাইনের পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আদমদিঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ মর্গে পাঠায়।
আদমদিঘি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৩