সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া সময় আমেনা আক্তার (৩৮) নামে অপহরণ চক্রের এক নারী সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সকাল সাড়ে ৮টায় আদমজীর কদমতলীর নয়াপাড়ার লোকজন ওই নারীকে দুই শিশুসহ আটক করে। এ সময় তার কাছ থেকে মিতু আক্তার (৮) ও মেহেরুন নেছা (৫) নামে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ জানান, দুই শিশুকে অপহরণের ঘটনায় জনতা এক নারীকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় দু'শিশুর বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এখন তদন্ত করে তার সাথে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার