পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান খোকন নারিকেল গাছ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।
ইটনা: ইটনা উপজেলার সদর ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের উমর ফারুক।
করিমগঞ্জ: করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে পুন:নির্বাচনে আওয়ামী লীগের কামরাজ্জামান সঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম.এ. হানিফ।
কুলিয়ারচর: কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে চেয়ারম্যান পদে পুন:নির্বাচনে আওয়ামী লীগের মেজবাহুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আখতারুজ্জামান। এ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন: নির্বাচন অনুষ্ঠিত হয়।
রামদি: এ ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আলাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল মাসুদ। রামদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালখাড়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২০