ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ শহরের খাল খনন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শহরের ফকির বাড়ি থেকে বাঁশপট্টি পর্যন্ত খাল খনন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
এ সময় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ পৌর কাউন্সিলবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পৌরসভার ভেতরে আরো ৮টি খাল খনন ও পরিস্কার-পরিচ্ছন্ন করে তার প্রবাহ ফিরেয়ে দিতে পৌরসভা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে এ সময় জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার