রাজশাহীর বাঘায় বিদেশি অস্ত্রসহ জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আড়ানী পৌর জামায়াতের আমীর আরিফ আজম ও আড়ানী বাজার কমিটির আমীর বিল্লাল হোসেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তি পুলিশ অভিযান চালিয়ে আড়ানী থেকে ওই দুই জামায়াত নেতাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি আমেরিকার তৈরি পিস্তল ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৭