রাজশাহীর বাগমারায় ১৬ ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি এবং ৪টি অন্য প্রার্থীরা বিজয়ী হয়েছে।
উপজেলার গোয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের আলমগীর সরকার, যোগীপাড়ায় মোস্তফা কামাল, মাড়িয়ায় আসলাম আলী আসকান, ঝিকড়ায় আব্দুল হামিদ ফৌজদার, কাচারি কোয়ালিপাড়ায় আয়েন উদ্দিন। শুভডাঙ্গায় আব্দুল হাকিম, আউচপাড়ায় সরদার জান মোহাম্মাদ। সোনাডাঙ্গায় অধ্যক্ষ আজহারুল হক ও শ্রীপুরে মকবুল হোসেন মৃধা।
বড়বিহানলীতে বিএনপির মাহামুদুর রহমান মিলন, গণিপুরে মনিরুজ্জামান রঞ্জু ও নরদাসে মতিউর রহমান মতিন।
হামিরকুৎসায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আলী, দ্বীপপুরে মকলেছুর রহমান দুলাল, বাসুপাড়ায় আব্দুল জব্বার ও গোবিন্দপাড়ায় বিজন কুমার সরকার বিজয়ী হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৯