কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুলতান আহাম্মদ (আনারস প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের ফরিদ উদ্দিন।
এর আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর চান্দলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের পুন:নির্বাচন বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
এ কেন্দ্রে ১৩শত ৪০ জন পুরুষ এবং ১২শত ৩৬ জন মহিলা ভোটারসহ মোট ভোটার ছিল ২ হাজার ৫শত ৭৬ জন। এরমধ্যে ১৮শত ৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ৩৭টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।
বন্ধ ঘোষিত এ কেন্দ্রে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সুলতান আহাম্মদ ১১শত ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ৬শত ৫০ ভোট।
পূর্বে মাধবপুর ইউনিয়নের অন্যান্য কেন্দ্রে ৬ হাজার ৬শ' ৪২ ভোটসহ মোট ৭ হাজার ৭শ' ৮৩ ভোট পেয়ে সুলতান আহাম্মদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি ফরিদ উদ্দিন পূর্বের ৬ হাজার ৭শ' ৪২ ভোটসহ মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৩শত ৯২ ভোট। বিজয়ী প্রার্থীর সাথে নৌকা প্রতীকের প্রার্থীর ভোটের ব্যবাধান হল- ৩শ' ৯১ ভোট।
উল্লেখ্য, গত ৭ মে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও সহিংসতার কারনে কেন্দ্রের ভোট গ্রহন বাতিল করেন নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-২২