মেহেরপুরে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইন্তেখার আহসান খান (৬২) নামে এক বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দিবাগত রাত ১০টার দিকে শহরে বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল হোসেন জানান, ইন্তেখার আহসান খানের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি গত এক সপ্তাহ যাবৎ মেহেরপুর শহরের অনাবিল হোটেলে অবস্থান করছিলেন। তিনি র্যাবের ভুয়া পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেন।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-১৭