বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মোস্তাক আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
বক্তারা বলেন, আয়কর দেয়ার অর্থ দেশের উন্নয়নে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক অর্থের দরকার হয়। যার পুরোটাই জনগণকে দিতে হয় এই আয়করের মাধ্যমে। আয় কর দেয়া দেশের প্রত্যেক নাগরিকদের কর্তব্য।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-০২