লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কাতার প্রবাসীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে টিনশেড ঘর ও মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ছে বলে জানান ক্ষতিগ্রস্থের পরিবার। আজ ভোর রাতে উপজেলার গাজী নগরের পশ্চিম চরপাতা গ্রাম এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ ভোর রাতে একদল দুর্বৃত্ত আব্দুল্লাহ্ আল-মামুনের ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখে পাশের লোকজন এগিয়ে আসে। ঘরে কেউ না থাকায় পুরো ঘরটি আগুনে পুড়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটি থানায় এসেছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার