৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ শনিবার গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড ও জেলা সমবায় বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
'সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে জেলা সমবায় ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা সমবায় ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা সমবায় কর্মকর্তা ফায়েকউজ্জামান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দাউদ আলি শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২