বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৬) নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে সয়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস্ নামে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। আহত হন অন্তত ১০ যাত্রী। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা গুরুত্বর।
বাস দুটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০