টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের (২৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের কোনাই বিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে এলাকাবাসী সলিমনগর গ্রামের কোনাই নদীতে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বলেন, দুর্বৃত্তরা ২/৩দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর কোনাই নদীতে ফেলে রাখতে পারে বলে তিনি ধারণা করছেন।
রবিবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১