সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, 'দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই মুহুর্তে সকলে সমবায়ভুক্ত হলে দেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যাবে, মানুষের অপরাধ প্রবণতাও কমবে।
৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় মোরেলগঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা সমবায় কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে।
‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু ও মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সমবায় কর্তকর্তা আসাদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, আব্দুল হালিম জমাদ্দার, ইলিয়াস হোসেন দুলাল, মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সমবায় নেতা মো. শাজাহান হাওলাদার সভায় বলেন, শিক্ষক সমিতির স্থানীয় ক্রোন্দলে সমিতির নামে মামলা থাকায় সমিতিটি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
স্থানীয়ভাবে এই ঘটনা নিষ্পত্তি করার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২