নাটোরের বাগাতিপাড়ায় বিমল সরকার (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার নিজ বাড়ির পাশের পুকুর থেকে ওই বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিমল সরকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার পর থেকে বৃদ্ধ বিমল সরকার নিখোঁজ হন। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে পরদিন শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করেন পরিবারের লোকজন।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত বিমল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাতের কোনো অংশে বাড়ি থেকে বের হয়ে পুকুরে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩