নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চাটখিলের পৃথক দুটি স্থান থেকে শনিবার বিকেলে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউপির একটি ডোবা থেকে শারমীন আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের নাকে ও গলায় আঘাতের চিহৃ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এ ঘটনায় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত শারমীন পার্শ্ববর্তী কবিরহাট থানার কালামুন্সি বাজারের চৌকিদার বাড়ীর মেয়ে। তার স্বামী মনির হোসেনের সাথে সে চট্রগ্রামে বসবাস করতো। মনির হোসেন তাকে গতকাল চট্রগ্রাম থেকে নোয়াখালী আনার পথের রহস্যজনক কারনে ফেনীর মহিপাল নেমে তাকে একা বাড়ীতে পাঠিয়ে দেয়। এরপর ঘটনাস্থলে আসলে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বর্তমানে তার স্বামী মনির হোসেন পলাতক রয়েছে। এঘটনায় নিহত শারমীনের বাবা আবুল কালাম ও মা কোম্পানগঞ্জ থানায়মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে শনিবার বিকেলে চাটখিল উপজেলার শারমীন আক্তার শানু নামে এক গৃহবধূর লাশ তার স্বামী আলমগীর হোসেনের বাড়ী রাশিপুর পাটোয়ারী বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শানুর স্বামী আলমগীর হোসেন বখাটে হওয়ায় প্রায় তাকে শারীরিকভাবে নির্যাতন করতো। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে।
ঘরের ভিতরের মেঝেতে শানুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও এ মৃত্যুর জন্য স্বামী ও শ্বাশুড়িকে দায়ী করেছে নিহতের পরিবার।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩