ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
আজ শনিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুকান্ত শাহা একটি বিশেষ আদালতের শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে সকালে নারগুন পোকাতি কালি মন্দিরের সেবায়েত খোকারাম সরকার বাদী হয়ে ধর্মের অবমাননার অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে দুবৃর্ত্তরা দুর্গা মন্দিরের ভেতরের প্রতিমায় অগ্নিসংযোগ করে এবং পাশের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। এ সময় মন্দিরের ভেতর একটি কিতাব পুড়িয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫