আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।
আজ শনিবার বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার রানী ভবানী স্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াত চক্র জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে সম্পাদায়িক সম্প্রতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশে সকল মানুষের সকল সম্প্রদায়ের। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান হবে না।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮