দিনাজপুরের বিরলের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. খাদিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে মির্জাপুর গ্রামের নজরুল ইসলামের মুরগীর ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত খাদিজা বেগম বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয় বাসিন্দা সুবল দাশ জানান, শনিবার বিকেলে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী মোছা. খাদিজা বেগম (৩৫) প্রতিবেশী মৃত ওয়াজ উদ্দীন আহমেদের ছেলে নজরুল ইসলামের মুরগীর ফার্ম সংলগ্ন স্থানে কচু শাক তুলতে যান। এ সময় তিনি ফার্মের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। বিকেল ৫টায় প্রতিবেশীরা দেখতে পেয়ে খাদিজার লাশ উদ্ধার করে।
বিরলের রাণীপুকুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২২