ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপসনালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আইরিন পারভিন লুনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদি দেবি আগরওয়ালা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ-সাধারণ সম্পাদক এ্যাড মনিকা মল্লিক, লিগ্যাল এইড সম্পাদক শামিমা সুলতানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারুল প্রমুখ।
বক্তারা প্রকৃত হামলাকারী, উস্কানীদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরাও মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-১১