অতিরিক্ত কর বৃদ্ধির প্রতিবাদে আজ রবিবার পূর্ব নির্ধারিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘেরাও কর্মসূচিটি পন্ড করে দিয়েছে পুলিশ। অযৌক্তিক পৌরকর প্রতিরোধ কমিটির ব্যানারে সাধারণ মানুষ আজ বেলা ১১টায় মিছিল নিয়ে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করতে আসে। এ সময় অনেকের হাতে ঝাঁটা দেখা যায়। কিন্তু মিছিলটি পৌরসভার কাছে বড়ইন্দারা মোড় নামক স্থানে আসলে পুলিশ মিছিলটি আটকে দেয়।
প্রসঙ্গত, পৌর কর্তৃপক্ষ হোল্ডিং ট্যাক্স দেড়’শ থেকে ৩’শ গুণ বৃদ্ধি করায় তা প্রতিরোধে 'অযৌক্তিক পৌরকর প্রতিরোধ কমিটি' গঠন করে গত ৩মাস ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে তারা। আজকের পৌরসভা ঘেরাও কর্মসূচি গতমাসেই ঘোষণা করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার