কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর মসজিদ মার্কেটের চৌধুরী এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
দোকান মালিক আলিম উদ্দিন চৌধুরী রাসেল জানান, দীর্ঘদিন ধরে চৌধুরী এন্টারপ্রাইজ দক্ষিণ চৌদ্দগ্রাম এলাকায় প্রাণ, বনফুল, ইস্পাহানী, টুডে, জেসমিন, গ্লোব, ক্লাসিক, জেসিআই ও সেমকো কোম্পানীর পরিবেশক ছিল। দোকানে প্রতিদিনই কনফেকশানারী আইটেমের ২০-২৫ লাখ টাকার মালামাল থাকতো। শনিবার রাত পৌনে দুইটায় বিদ্যুতের সটশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন।
স্থানীয়রা চেষ্টা চালিয়ে দোকানটির আগুন নিয়ন্ত্রণে এনে অন্য দোকানগুলো রক্ষা করে। এবিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-১৭