জামালপুরে ইটবাহী ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। রবিবার সকালে জামালপুর সদরের নান্দিনা বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রুবেল (২৫)। তার বাড়ি জামালপুর শহরতলী লাঙ্গলজোড়া এলাকায়। তার বাবার নাম কেলু মিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, লাঙ্গলজোড়ার যমুনা ব্রিকফিল্ড থেকে ইট বোজাই করে ভটভটিটি নান্দিনা যাওয়ার পথে বাদেচাঁন্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ভটভটির চাপায় ঘটনাস্থলেই চালক রুবেলের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১০