চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাত্র ৩’শ টাকার জন্য সদ্য অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি দরিদ্র নাইটগার্ড মাইনুল ইসলামের ছেলে কবির। ঘটনাটি ঘটেছে ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের মূশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে।
কোচিং ফি বাবদ মাত্র ৩’শ টাকা দিতে না পারায় কবিরের জেএসসি পরীক্ষা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন কবিরের পিতা মাইনুল ইসলাম। তিনি জানান, পরীক্ষার আগের দিন স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের হাতে তাদের এ্যাডমিট কার্ড দেয়া হলেও কোচিং ফি বাবদ মাত্র ৩’শ টাকা দিতে না পারায় কবিরকে এ্যাডমিট কার্ড দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনার ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান বলেন, বিষয়টি আসলেই অমানবিক। এ জন্য তিনি ব্যাবস্থা নিবেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন বলেন, কয়েকদিন হয়ে গেল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময়ে আমাকে অবহিত করলে ব্যবস্থা হয়ে যেত। তবে বিষয়টি আমি যাঁচাই করে ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/এ মজুমদার