যশোরের শহরতলী খোলাডাঙ্গা এলাকা থেকে হাফিজুর রহমান মরা (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত হাফিজুর রহমান মরা শহরের ষষ্টিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে। পুলিশের দাবি, নিহত হাফিজুর রহমান মরা ষষ্টিতলাপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দাবি করেন, গতকাল মধ্যরাতের দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার সার গোডাউনের কাছে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায় এবং এক ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা জানতে পারে নিহত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বাম পাশে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক ইউসুফ আলী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ