লক্ষ্মীপুরে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিচ ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জেলা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় জহির নিবাস নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মহদেবপুর গ্রামের পারভিন বেগম, হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপর গ্রামের মুন্নী বেগম ও রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাবুল মিয়া।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েক মাস ধরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় জহির নিবাস নামের একটি ভাড়া বাসায় মুন্নী বেগম ও তার স্বামী ওমর ফারুক ওরফে সবুজ মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। তবে মাদক চক্রের মূল হোতা সবুজকে আটক করতে পারেনি পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ