রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫৮ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সকাল ৯টায় রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার