পূর্বের কমিটির কার্যক্রম স্থগিতের প্রায় এক বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক হয়েছেন মিয়া মোহাম্মদ রুবেল।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ারুল হক ও এসএম আনিসুজ্জামান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুর এ আলম তপন ও মামুন আল মনসুর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ সোহান ও শেখ মাহমুদুর রহমান।
এদিকে, কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে এস এম রায়হান, সজল মোস্তাক ইভান, খন্দকার তায়িফ রিয়াদ ও আরিফ মাহমুদকে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ