বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রফিকুল ইসলাম রুবেল, কমল হালদার, সঞ্জয় দাস ও মুন্না। এরা সবাই কলেজের অশ্বিনী কুমার হলের আবাসিক ছাত্র। আটকের সময় তাদের কাছ থেকে একটি ধারালো দা এবং টেটা উদ্ধার করেছে পুলিশ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়টি কলেজ কর্তৃপক্ষ স্বীকার করলেও অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা অস্ত্র উদ্ধারের বিষয়টি চেপে যাওয়ার চেস্টা করেন।
ছাত্রাবাসে অভিযান পরিচালনাকারী কোতয়ালী মডেল থানার এসআই আজাহার জানান, পরিস্থিতি শান্ত রাখার জন্য ৪ জনকে আটক করা হয়েছে। তবে কোন অস্ত্র উদ্ধার হয়নি।
রাতে অশ্বিনী কুমার ছাত্রাবাসের সুপার রফিকুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র পাওয়ায় ৪ জনকে থানায় নিয়ে গেছে পুলিশ। এর বেশি তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম জানিয়েছেন, রাতে অশ্বিনী কুমার হলে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের খবর তিনি শুনেছেন। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার