২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগের ছয় জেলার ৫১৫টি কেন্দ্রে অংশ নেবে এক লাখ ৬৯ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৬ হাজার ৭৩০ জন ছাত্র এবং ৯২ হাজার ৭৫৯ জন ছাত্রী। বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার বিভাগের সকল বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা রং ছিটিয়ে আনন্দ উল্লাস করেছে। কোন কোন প্রতিষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিলো সংষ্কৃতি অনুষ্ঠানের আয়োজন। প্রতিষ্ঠান প্রধানরা বিদায়ী পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা