টাকা পয়সার লেনদেনের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে শ্বশুর-শ্যালকের মারপিটে আবু তালেব (৪৫) নামক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আবু তালেব উপজেলার দক্ষিণ চন্দনগাঁতী গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আবু তালেবের সাথে শ্বশুর খোদা বক্সের টাকা পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে খোদা বক্স জামাই আবু তালেবের কাছে পাওনা টাকা চাইতে গেলে প্রথমে কথাকাটি ও পরে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে খোদাবক্সসহ তার তিন ছেলে উজ্জ্বল, সওদাগর ও সাদ্দাম মারপিট করে তালেবকে। হাসপাতালে নেয়ার পথে আবু তালেব মারা যায়। ময়নাতদন্তের জন্য তালেবের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালেবের তিন শ্যালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা