বরগুনার পাথরঘাটা উপজেলায় জাটকা ধরার দায়ে আজ দুপুর সাড়ে ১১টার দিকে মোশারেফ হোসেন (৪০) নামে এক ট্রলার মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোশারেফ হোসেন উপজেলার বড় টেংরা গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ট্রলারের মালিক মোশারেফকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19