কাঁচা চা পাতার নায্য মূল্যের দাবি এবং চা কারখানাগুলো ক্ষুদ্র চা চাষীদের কাছ থেকে পাতা না কেনার প্রতিবাদে মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে মানববন্ধন করেছে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা। আজ বেলা বারটার দিকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-বাংলাবান্ধা মহসড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষুদ্র চা চাষীরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রথম দিকে কারখানা কতৃপক্ষ ক্ষুদ্র চা চাষীদের নানা প্রতিশ্রুতি দিয়ে চা বাগান করতে উৎসাহ দিলেও এখন তারা ক্ষুদ্র চাষীদের কাছ থেকে কাঁচা চা পাতা কিনছে না। তারা তাদের নিজস্ব বাগানের কাঁচা চা পাতা দিয়ে চা উৎপাদন করছে। ফলে ক্ষুদ্র চা চাষীদের উৎপাদিত কাঁচা চা পাতা ফেলে দিতে হচ্ছে। অন্যদিকে কিছু কারখানা চা পাতা কিনলেও শতকরা ৪০ থেকে ৫০ ভাগ কাঁচা চা পাতা কেটে নিচ্ছে। কারখানাগুলোতে ৫’শ কেজি চা পাতা বিক্রী করতে গেলে তারা মাত্র ২'শ থেকে আড়াই'শ কেজির দাম দেয়। কারখানা মালিকরা নীলকরদের মতোই ক্ষুদ্র চা চাষীদের শোষণ করছে বলেও বক্তারা অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20