মাদারীপুরের জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকটের কারণে খোলা আকাশের নীচে শিশুদের পাঠদান চলছে। কমে যাচ্ছে স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা। বৈরি আবহাওয়ার সময় বন্ধ থাকে শিশুদের পাঠদান। এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ১৫ নং জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে একটি মাত্র ভবন রয়েছে। এই ভবনের ৩টি শ্রেণি কক্ষে শিশুদের পাঠদান কার্যক্রম কোন ভাবে চলত। বছর পাঁচেক আগে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরে। দুই বছর আগে বিদ্যালয়ের এই ভবনটি পুরোপুরি পরিত্যাক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেও কোন লাভ হয়নি। জেলা শিক্ষা অফিসের অত্যান্ত ক্ষতিগ্রস্থ তালিকায় প্রথম দিকেই রয়েছে স্কুলটির নাম। জেলা শিক্ষা অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত বছরের ৫ অক্টোবর অগ্রাধিকার ভিত্তিতে ভবন চেয়ে লিখিত আবেদনও করা হয়েছে। এতো কিছুর পরেও ভবন হয়নি। বর্তমানে একটি ছাপরা ঘরেই চলছে শিশুদের পাঠদান। কিন্তু সেই ঘরটিও শিশুদের পাঠদানের জন্য পর্যাপ্ত নয়। তাই খোলা আকাশের নীচেই চলে শিশুদের পাঠদান।
বিদ্যালয়টিতে আগে সাড়ে ৩শ' ছাত্র-ছাত্রী লেখাপড়া করত। ভবনের জীর্ণদশার কারণে বর্তমানে ছাত্রছাত্রী কমে দাঁড়িয়েছে ২৭৫ জনে। বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনেই এখনও চলে অফিসিয়াল কার্যক্রম। তবে শিক্ষক ও শিক্ষার্থীরা থাকেন ভবন ধ্বসের আতঙ্কে।
জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা আক্তার বলেন, স্কুলটিতে একটি মাত্র ভবন। তাও দুই বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। আমরা বিভিন্ন দপ্তরের একাধিকবার যোগযোগ করেও কোন লাভ হয়নি। বাচ্চাদের খোলা আকাশের নীচে পাঠদান করতে হয়। বৈরি আবহাওয়ার কারণে মাঝে মধ্যেই পাঠদান বন্ধ রাখতে হয়। এতে করে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন একটি ভবন নির্মানের দাবি জানাচ্ছি।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম বলেন, স্কুলটি সমস্যার কথা জানিয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করি শিঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল