ফেনীর ছাগলনাইয়ায় শাহাদাত হোসেন (২০) নামের এক যুবকের খুনি বেলালকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ছাগলনাইয়া জমাদ্দার বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মানববন্ধনে ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় শাহাদাতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার ছাগলনাইয়া কলেজ রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাতকে প্রতিপক্ষ গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল