ময়মনসিংহের ভালুকার পল্লী থেকে হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার অংগারগারা গ্রামে।
জানা যায়, উপজেলার আংগারগারা গ্রামের কালিরচালা নামক স্থানে একটি ডোবাতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এএসঅই নজরুল ইসলাম জানায়, লাশের হাত-পা মাথা নেই, গায়ে শুধু একটি সাদা ময়লাযুক্ত সেন্টু গেঞ্জি আছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। এর রহস্য উন্মোচনের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৪