কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ জামিল বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শুক্রবার দুপুর ২টা ২৮ মিনেটে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের ভাতিজা মাসুক জামিল জানান, ইউসুফ জামিল বাবুর মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে কুমিল্লায় আনা হবে। জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, ইউসুফ জামিল বাবুর ছোট ছেলে নাঈম ইউসুফ সেইন দাউদকান্দি পৌরসভার চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫