উপকূল জুড়ে ধান কাটার ধুম পড়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত গ্রামের প্রতিটি কৃষক পরিবারে চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। কৃষকদের চোখে মুখে লেগে আছে সোনালি স্বপ্ন জয়ের আভা। এ উপজেলায় ৩৯,৫৯০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। এছাড়া ২৬,৬০০ হেক্টর জমিতে কৃষকরা উচ্চফলনশীল জাতের ধান চাষ করেছেন। এ বছর ধানের বাম্পার ফলন হওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছরের ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে সোনালী ধানের শীষ উঁকি দিচ্ছে। প্রতিটি কৃষক পরিবারে চলছে নবান্ন উৎসবের আয়োজন।
টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকার কৃষক মো. চাঁন মিয়া জানান, মাত্র ১২ কেজি ধানের বীজে ৪৫ মন ধান পেয়েছেন। তিনি এ বছর মাত্র তিন বিঘা জমি চাষ করেছেন। তার মোট খরচ হয়েছে ছয় হাজার টাকা।
একই এলাকার কৃষক রাসেল শিকদার বলেন, 'আট কড়া জমি চাষ করেছেন। খুব ভাল ফসল হয়েছে।' নীলগঞ্জ ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম হাওলাদারও জানালেন, অতি বৃষ্টি বা অতিরিক্ত খরা না থাকায় এ বছর তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা