বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ১২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে শুক্রবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে গত ৫ নভেম্বর বিকেলে বাড়ির সামনে থেকে অপহরণ করে একই গ্রামের শাহ্ আলমের ছেলে বখাটে আবুল হোসেন ও তার ৩ সহযোগী।
পরে অপহরণকারীরা ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে অপহরণকারী আবুল হোসেনের নাম উল্লেখসহ ৪ জনকে আসামি করে ১১ নভেম্বর গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর পালরদী গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অপহৃত ধর্ষিতা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এ মামলার আসামী আবুল হোসেনসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল