বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সাইফুল ইসলাম, খান জাহাঙ্গীর, আলিমুর রাজি তরুন, মাসুদ রানা, মাহবুব হাসান লেমন, বাদশা সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল