নীলফামারীর কিশোরগঞ্জে মরিয়ম বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মরিয়ম স্থানীয় মৃত. মজিবর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
নিহতের ছেলে মোসলেম উদ্দিন জানান, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মা। শুক্রবার সকালে বাড়ির পাশ্ববর্তি বাঁশঝাড় থেকে মায়ের লাশ উদ্ধারের খবর জানতে পারি।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের বাড়ির পাশের একটি গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তাকে হত্যা করা হয়েছে কিনা ময়না তদন্তের পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১