জনগণের উৎসাহ ও আগ্রহের কারণে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তিনদিনের কর মেলার সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আরও ৩ দিন মেলার সময় বাড়ানো হয়েছে। এর আগে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী কর মেলা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, তিনদিনের মেলায় প্রায় আড়াই লাখ টাকার কর আদায় হয়েছে। সময় ও সুযোগ পেলে আরও মানুষ তাদের বকেয়া কর পরিশোধ করবেন। জনগণের উৎসাহ ও আগ্রহের কারণে মেলার সময় ৩ দিন বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, মেলায় এসে কর পরিশোধ করলেই তিনি শতকরা ২৫ টাকার বিশেষ ছাড় পাবেন। পৌরসভার ৪ হাজার ৫৩০ জন হোল্ডিংয়ের কাছে প্রায় ৫০ লাখ ৭২ হাজার টাকার পৌর কর বকেয়া রয়েছে। সাধারণ মানুষের মাঝে জনসচেতনা গড়ে তোলা এবং নিয়মিত পৌর কর পরিশোধের অভ্যাস তৈরির জন্যই কর মেলার আয়োজন করা হয়।
গত ১৫ নভেম্বর দুপুরে পৌরসভা চত্বরে তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২