গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকায় সুগার মিলের ভূমি উদ্ধারের নামে আদিবাসীদের উপর হামলা, খুন, মামলা ও উচ্ছেদের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আদিবাসী বাঙালী মুক্তিসংগ্রাম কমিটি নামে একটি আদিবাসী সংগঠনের উদ্যোগে ফুলবাড়ীর নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নিমতলা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আদিবাসী বাঙালী সংগ্রাম কমিটির সভাপতি রামাই সরেণ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র-মৈত্রীর আহ্বায়ক ডালিম রায়। কৃষক ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক হাজী মঈনউদ্দিন, যুগ্ম আহবায়ক বিকাশ রায়, আদিবাসী নেতা সরোজ কিস্কু, বাসক সরকার, গণফ্রন্ট্রের নেতা কমল চক্রবর্তী ও সোমাসাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিচারকরাসহ আদিবাসীদের ভূমি ফেরত দিতে হবে। তা না হলে, সারাদেশে আদিবাসী বাঙালী গণ আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল