জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পড়ে বার বার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের ও রাজাকারদের প্রধান পৃষ্ঠপোষক। আজকে তিনি আবার নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন। নির্বাচন-গণতন্ত্র নিয়ে খালেদা জিয়া যতই কথা বলুক না কেন, যতই সুর পাল্টাক না কেন খালেদা জিয়ার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি।
শুক্রবার বিকেলে জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া আসলেই জঙ্গি ও রাজাকারদের তোতা পাখি। খালেদা জিয়ার বারবার সুর পাল্টানোর এ কৌশল দেখে কেউ বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি।
ইনু বলেন, দেশে এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে কি ভাবে স্থায়ীভাবে মুক্ত করা যায় এটাই হচ্ছে প্রধান রাজনৈতিক সমস্যা। সেই বাংলাদেশে এক দিকে উন্নয়ন হচ্ছে, অপরদিকে সংবিধান অনুযায়ী স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলো হচ্ছে। সেসব নির্বাচনে বিএনপি কখনো অংশগ্রহণ করছে কখনো করছে না।
মন্ত্রী বলেন, শেখ হসিনার নেতৃত্বে ৭ বছর ধরে জঙ্গিবাদ বিরোধী কঠোর পদক্ষেপ নিচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার, হেফাজত ইসলামের জঙ্গি তাণ্ডব বন্ধ করার বিষয়ে, আগুন সন্ত্রাসের ঘটনা, এসকল প্রশ্নে যখন সরকার কঠোরভাবে ভূমিকা রাখছে তখন বেগম খালেদা জিয়া প্রকারন্তরে ক্রমাগত যুদ্ধাপরাধীদের, আগুন সন্ত্রাসের, হেফাজত ইসলামের তেঁতুল হুজুরদের, গুপ্ত হত্যার পক্ষ নিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, গণতন্ত্র ও নির্বাচন কখনোই খালেদা জিয়ার এজেন্ডা ছিল না। সাত বছরে খালেদা জিয়া বার বার প্রমাণ করেছেন তিনি জঙ্গি, রাজাকার ও আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছেন পৃষ্ঠপোষকতা করেছেন। জঙ্গির সঙ্গী তিনি।
গাজীপুর সদর উপজেলা জাসদের সভাপতি দীনেশ কিশোর বর্মনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নাইমুল হাসান জুয়েল, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, গাজীপুর জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রফিক, সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু, সদর উপজেলা জাসদের ছিদ্দিকুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল