কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবেশে একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের খাটরার আবুল কালামের ছেলে মহিন উদ্দিন(১৯), পিরিজকরার আবদুল মোতালেবের ছেলে মেহেদী হাসান(১৮), কৈতরার আবদুর রাজ্জাকের ছেলে রাসেল(১৮) ও গুণবতীর কামাল উদ্দিনের পুত্র রিয়াদ(১৯)।
মামলা সূত্রে জানা গেছে, ফেনীর দাগনভূঁইয়া থানার কৌশল্যা গ্রামের মোঃ নবীর মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি (ফেনী-থ-১১-৬৩৪৪) বুধবার রাতে দরবেশহাট থেকে গুনবতী আসার কথা বলে চার ছিনতাইকারী ভাড়া করে। গুণবতী পৌঁছালে তারা আবার অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকার থ্রি-স্টার সিএনজি ফিলিং ষ্টেশনে নিয়ে আসে।
পরবর্তীতে তারা নবীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পিছু নিয়ে গুনবতী বাজার থেকে চার ছিনতাইকারীসহ অটোরিকশাটি আটক শেষে ইউপি চেয়ারম্যানের নিকট জিম্মায় দেয়া হয়। চেয়ারম্যান কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট সিএনজি অটোরিকশা ও চার ছিনতাইকারীকে হস্তান্তর করে। চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা শেষে শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল