সাতক্ষীরায় বিএসএফএর গুলিতে নিহত বাংলাদেশি মো. মোসলেম উদ্দিন (৩২) সরদারের লাশ হস্তান্তর করেছে ভারতীয় প্রশাসন।
শুক্রবার বিকেলে জেলার কলারোয়া উপজেলার চারাবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ন কবির, কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল ও এসআই মালেক।
এছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-ভারতের স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবশংকর সিংহ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আমুদিয়া কোম্পানি কমান্ডার বিবেক মিশ্র।
সদর থানার এসআই কামাল জানান, আইনগত প্রক্রিয়া শেষে মোসলেমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ভোরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখি গ্রামের জোহর আলির ছেলে মোসলেম সরদার।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭