শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জে অনুষ্ঠিত উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র থেকে ওয়াহেদুল ইসলাম (২০) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওয়াহেদুলকে এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালীগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে সাজাপ্রাপ্ত ওয়াহেদুলকে লালমনিরহাট কারাগারে পাঠিয়েছে। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া গ্রামের আনিছার রহমান ছেলে।
জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মমিনুর ইসলাম রব্বানী নামের এক নবম শ্রেণীর পরীক্ষার্থী ছিলেন। কিন্তু শুক্রবার রব্বানীর বদলে পরীক্ষা দেয়ার সময় তার ছোট ভাই ওয়াহেদুলকে হাতেনাতে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে থানা পুলিশের মাধ্যমে ওয়াহেদুলকে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন ভুইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ প্রদান করেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ওয়াহেদুল ইসলামকে শুক্রবার বিকালে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল