বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ।
এ নিয়ে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত যুবদলকে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের একাংশের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন ও মাহবুবুর রহমান পিন্টুসহ অন্যান্যরা।
যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অশ্বিনী কুমার হলের আশপাশে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল