বান্দরবানের লামার ফাঁসিয়াখালীতে বুনো হাতির হামলায় রশিদ আহমদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাসী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রশিদ উক্ত এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সফিউল আলম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ধানের জমিতে বুনো হাতির পাল হামলা চালালে কৃষক রশিদ আহমদ বাধা দেয়ার চেষ্টা করে। এসময় বন্য হাতি তাকে শুর দিয়ে পেঁচিয়ে আঁছড়িয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আগুনের মশাল দিয়ে হাতিকে ভয় দেখিয়ে রশিদ আহমদকে উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় পুলিশ নিয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছাই।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল